বিয়ের ২৮ দিনে নিজ বাড়িতে খুন হলেন জামাল, মধ্যরাতে যা দেখেন স্ত্রী

 


ফরিদপুরের নগরকান্দায় বিয়ের ২৮ দিনে নিজ বাড়িতে খুন হয়েছেন জামাল শেখ (৫৪) নামে মালয়েশিয়া প্রবাসী এক ব্যক্তি। শুক্রবার (০৪ এপ্রিল) দিবাগত রাতে নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের দক্ষিণ কোনাগ্রামে এ ঘটনা ঘটে। নিহত জামাল শেখ ওই গ্রামের মৃত হাতেম শেখের ছেলে। তিনি বাবা ও মায়ের একমাত্র সন্তান।

জামাল দীর্ঘ ১৫ বছর মালয়েশিয়ায় ছিলেন। দেড় মাস আগে বাড়িতে আসেন তিনি। গত ২৮ দিন আগে তিনি সদরপুরের কৃষ্ণপুর ইউনিয়নের নিজগ্রাম নামক গ্রামের সাজেদা বেগম (২৮) কে বিয়ে করেন। শুক্রবার রাতে বাড়িতে স্বামী ও স্ত্রী ছিলেন।

স্ত্রী সাজেদা বেগম জানান, শুক্রবার রাতে প্রতিদিনের মতো তারা ঘুমিয়েছিলেন। রাত দুইটার দিকে হঠাৎ বাইরের দরজা খোলার শব্দে তাদের ঘুম ভেঙে যায়। তখন তারা ঘরের মধ্যে দুজন ব্যক্তিকে দেখতে পান। তাদের একজনকে আমার স্বামী চিনে ফেলে। তাকে চিনে ফেলায় ওই ব্যক্তি শাবল দিয়ে স্বামীর অণ্ডকোষে আঘাত করে পালিয়ে যান। এতে তার স্বামী গুরুতর আহত হন। তখন তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে আহত জামাল শেখকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, ঘটনার রাতে জামালের বাড়িতে ডাকাতি বা চুরি হয়েছে, এমন কোনো সাড়াশব্দ তারা পায়নি। ঘরের দরজা জানালা ও আসবাবপত্র সবই অক্ষত দেখা গেছে। এ ছাড়া, ঘর থেকে টাকা-পয়সা ও স্বর্ণালংকার কিছুই খোয়া যায়নি। তাই গ্রামবাসীর সন্দেহ, অন্য কোনো ঘটনা ধামাচাপা দিতে ডাকাতি বা চুরির সাজানো নাটকও হতে পারে।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফর আলী বলেন, এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে। কিছু আলামত উদ্ধার করা হয়েছে। তবে মামলার তদন্তের স্বার্থে অনেক কিছু গোপন রাখতে হচ্ছে।

তিনি আরও বলেন, দ্রুত ঘটনার রহস্য উদঘাটনসহ প্রকৃত আসামিদের সনাক্ত করে গ্রেপ্তার করা হবে।

Post a Comment

Previous Post Next Post